Image description

ভারতের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নিয়ে এরই মধ্যে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছেন। আজ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। তার আগে গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।

বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিওতে কোচের ব্যাটন দ্রাবিড় যেন নিজেই তুলে দিলেন গম্ভীরের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিসিআই পোস্ট করা একটি ভিডিওতে গম্ভীরকে একটি ল্যাপটপের সামনে বসিয়ে দেওয়া হয়। যেখানে তাকে চমকে দিয়ে বার্তা দেন দ্রাবিড়, যে ব্যাপারে আগে থেকে ধারণাই ছিল না তার সাবেক সতীর্থ গম্ভীরের।

দ্রাবিড় সেই ভিডিওতে বলেছেন, খেলোয়ার হিসেবে গম্ভীরের হার না মানা মানসিকতা কোচ হিসেবেও তাকে ভালো করতে সাহায্য করবে। তিনি বলেন, ‘সতীর্থ হিসেবে আমি তোমাকে মাঠে সব কিছু উজাড় করে দিতে দেখেছি। তোমার ব্যাটিং সঙ্গী এবং সহ-ফিল্ডার হিসেবে আমি তোমার স্থিরতা এবং হার না মানসিকতা দেখেছি। অনেক আইপিএল মৌসুম জুড়ে আমি তোমার জেতার আকাঙ্ক্ষা, তরুণ খেলোয়াড়দের সহায়তা এবং মাঠে নিজ দলের সেরাটা বের করার জন্য তোমার তাড়না লক্ষ্য করেছি। আমি জানি তুমি ভারতীয় ক্রিকেটের প্রতি কতটা নিবেদিত। আমি নিশ্চিত তুমি এসব গুণাবলী নতুন চাকরিতেও নিয়ে আসবে।’

গম্ভীরও নতুন দায়িত্বে ভাগ্যের সহায়তা পাবেন বলে দ্রাবিড় বলেন, ‘আমি তোমার কিছুটা ভাগ্যও কামনা করি, কারণ তুমি জানো যে আমাদের সব কোচকেই নিজেদের বাস্তবের চেয়ে কিছুটা বুদ্ধিমান এবং স্মার্ট হিসেবে তুলে ধরতে হয়। আমি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, গৌতম। আমি নিশ্চিত তুমি ভারতীয় দলকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

দ্রাবিড়ের বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে গম্ভীর বলেছেন, দ্রাবিড়ের কাছ থেকে শুধু তার জন্য নয়, পুরো প্রজন্মের জন্য অনেক কিছু শেখার আছে। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি জানি না কিভাবে প্রতিক্রিয়া জানাব, কারণ এই বার্তাটি আমার কাছে অনেক বেশি অর্থবহ। কারণটা এটা নয় যে বার্তাটা সেই ব্যক্তির কাছ থেকে এসেছে তিনি সফল। বরং এমন একজন ব্যক্তির কাছ থেকে যাকে আমি খেলোয়াড়ি জীবনে অনুসরণ করেছি। আমি মনে করি, শুধুমাত্র আমার জন্যই নয়, পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের জন্যও তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও যোগ করে বলেন, আমি খুব বেশি আবেগপ্রবণ হই না। তবে আমি মনে করি এই বার্তাটি আসলেই আমাকে অনেক আবেগপ্রবণ করে ফেলেছে যা সাধারণত আমার উচিত নয়৷ কিন্তু এটা একটা দুর্দান্ত বার্তা৷ আমি সবসময় এটা অনুভব করেছি এবং আমি আমার অনেক সাক্ষাৎকারেও বলেছি - আমি মনে করি তিনি আমার দেখা সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটার। রাহুল ভাই ভারতীয় ক্রিকেটের জন্য যা কিছু করা প্রয়োজন, তাই করেছেন।

মানবকণ্ঠ/এআই