বোলিংটা প্রথম ম্যাচেও মন্দ করেননি হারিস রউফ। দারুণ এক স্পেলে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন পাকিস্তানকে। আজ তাঁর সাথে যোগ দিলেন শাহিন শাহ আফ্রিদি! আর তাতেই পাক পেসারদের তোপে স্বাগতিক অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল দুইশোরও আগে। আর এই সহজ লক্ষ্য তাড়ায় নেমে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাইম আইয়ুব-আব্দুল্লাহ শফিকরা। অলরাউন্ড নৈপুণ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
সেই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানরা। পার্থের তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী!
আজ (শুক্রবার) অ্যাডিলেড ওভালে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সফরকারী পেসারদের তোপে মাত্র ১৬৩ রানেই থেমে যায় প্যাট কামিন্সদের ইনিংস। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।
জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ২৬ দশমিক ৩ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। সাইম আইয়ুব ৭১ বলে করেন সর্বোচ্চ ৮২ রান। ৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মারেন তিনি। সাইম আইয়ুব আউট হলেও আবদুল্লাহ শফিক ৬৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ওভারপ্রতি ৬.৩৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তানিরা। অ্যাডাম জাম্পা নেন একমাত্র উইকেটটি।
মানবকণ্ঠ/এসআর
Comments