Image description

প্রথম ম্যাচে হারের পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে নিল পাকিস্তান। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। আজ তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল, সেটাও ১৩৯ বল হাতে রেখে। আজও জ্বলে উঠেছিলেন পাকিস্তানের পেসাররা। পাকিস্তান সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচ এবং সিরিজসেরা হয়েছেন মোট ১০ উইকেট নেওয়া হারিস রউফ।

পার্থে টস হেরে ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২০ রানে ফ্রেজার ম্যকগার্ককে (৭) দিয়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। সর্বোচ্চ ৩০ রান করেছেন লোয়ার মিডল অর্ডারে নামা সিন অ্যাবট। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার ম্যাথু শর্টের ব্যাট থেকে।

পাকিস্তানের দুই পেসার শাহিন আফ্রিদি আর নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। তবে আফ্রিদির খরচ ৮.৫ ওভারে ১ মেডেনসহ ৩২ রান আর নাসিম শাহ ৯ ওভারে দিয়েছেন ৫৪ রান। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া হারিস রউফ আজ নেন ২৪ রানে ২টি। এছাড়া মোহাম্মদ হাসনাইন নিয়েছেন একটি। অস্ট্রেলিয়ার ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি।

সহজ টার্গেট তাড়ায় দেখেশুনে শুরু করে পাকিস্তান। ৮৪ রানের ঝলমলে ওপেনিং জুটি উপহার দেন সাইম আইয়ুব (৪২) আর আব্দুল্লাহ শফিক (৩৭)। দুজনকেই আউট করেন ডানহাতি পেসার ল্যান্স মরিস। এরপর বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের অবিচ্ছিন্ন ৫৩ বলে ৫৮ রানের জুটিতে ২৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। বাবর ৩০ বলে ২৮ আর রিজওয়ান ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

মানবকণ্ঠ/আরআই