Image description

চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।এতে সিরিজ হারের শঙ্কা কেটে গেছে ভারতীয়দের।  শুক্রবার শেষ ম্যাচ জিতলেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হবে ভারতীয়দের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সিরিজ ড্র করার একমাত্র উপায় হলো শেষ ম্যাচ জয়।

বুধবার সেঞ্চুরিয়ান সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত।

বড় লক্ষ্য তাড়ায় ভারতের  চোখে চোখ রেখে লড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো জানসেন। ফলে সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে শেষ ওভারে আর্শদীপ সেই রান ডিফেন্ড করেন।

২০২২ সালের আগস্টের পর কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতেনি দক্ষিণ আফ্রিকা। যদিও গেল জুনে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল প্রোটিয়ারা। যে কারণে এইডেন মার্করামদের উপর চাপ কিছুটা কম। তবে হতাশাজনক পারফরম্যান্সের দক্ষিণ আফ্রিকাকে ভাবতে হচ্ছে নিজেদের কৌশল নিয়ে।

মানবকণ্ঠ/আরআই