আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারকা সমৃদ্ধ ইন্টার মায়ামির কোচের পদ এখন শূন্য। ফলে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজকে ঘিরে গড়া দলে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে মেজর লিগ সকারের (এমএলএস) আলোচিত ক্লাবটি।
যদিও এ নিয়ে কিছু বলেনি মেসির ক্লাব। তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল পরিচালনার জন্য প্রয়োজন এমন একজন কোচ, যিনি মেসির খ্যাতির চাপ সামলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দলে সেরা পারফরম্যান্স নিশ্চিত করবেন। এই লড়াইয়ে আছেন নামকরা কয়েকজন, তাদেরকে নিয়ে আলোকপাত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’।
নতুন কোচের খোঁজে আলোচনায় উঠে এসেছে জিনেদিন জিদান, জাভি হার্নান্দেজের মতো নাম। বিশ্ব ফুটবলে অভিজ্ঞ এবং সুপরিচিত এই কোচেরা ইন্টার মায়ামির দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা চলছে। বিশেষ করে জিদান, যিনি রিয়াল মাদ্রিদে তার অসাধারণ কোচিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে একসময় মাঠ মাতিয়েছেন জিদান। সে দিক বিবেচনায় জিদানের সামনে বড় সুযোগ থাকছে মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার।
২০২১ সালে রিয়ালের মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিদান। এরপর আর কোনো দল বা ক্লাবের কোচিংয়ে দেখা যায়নি তাকে। রিয়ালের হয়ে চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি সুপার কোপা ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন জিদান।
মায়ামির পছন্দের তালিকায় অন্যতম স্পেনের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। মায়ামির বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে খেলেছেন জাভিও। মেসিদের সঙ্গে তার সম্পর্কটা দারুণ। যে কারণে তাকে পছন্দের তালিকায় রেখেছে মায়ামি। জাভির অধীনেই ২০২২-২৩ মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছিল বার্সেলোনা। এর আগে কাতারের ক্লাব আল সাদের হয়েও তিন মৌসুম ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিয়ার্ড। লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান তরুণকে জাভিই বের করে এনেছিলেন। সুতরাং তার হাত ধরে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ভালো কিছু পাবে বলেই আশা করা যায়।
Comments