অ্যান্টিগায় তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি বাংলাদেশ। সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম ম্যাচেই টস জিতেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে স্বাগতিকদের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
সাকিব-শান্ত-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া একাদশ সাজানো বাংলাদেশের কাছে খানিকটা চ্যালেঞ্জ হলেও তরুণদের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। মুশফিকের ইনজুরিতে একাদশে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে তাসকিন আহমেদ সুযোগ না পেলেও এবার ফিরেছেন তিনি।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, এলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস
মানবকণ্ঠ/এসআর
Comments