Image description

গত মৌসুমে ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াইয়ের রোমাঞ্চ যেন এবারও বহমান। চ্যালেঞ্জ কাপের শুরুর ম্যাচেও সেই উত্তেজনার ধারাবাহিকতা দেখা গেছে। ম্যাচে মোহামেডান এগিয়ে যাওয়ার পরও বসুন্ধরা কিংস তাদের অসাধারণ প্রত্যাবর্তনের মাধ্যমে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ের মাধ্যমে তারা নতুন মৌসুমের ট্রফি দিয়ে যাত্রা শুরু করল।

শুক্রবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে গোল তিনটি করেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা, ফয়সাল আহমেদ ফাহিম ও তপু বর্মণ। মোহামেডানের একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। 

খেলা শুরুর ৭ মিনিটের মধ্যেই দিয়াবাতে গোল করে মোহামেডানকে লিড এনে দেন। ইমানুয়েল সানডের দারুণ ক্রসে সহজ হেডে গোল করেন সুলেমান দিয়াবাতে। রক্ষণ আঁটসাঁট রেখে মোজাফফরভের নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে সাদাকালোরা।

গোল খেয়ে পিছিয়ে পড়লেও বসুন্ধরা কিংস আক্রমণে উঠতে থাকে। ১১ মিনিটে ইজেহর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ৩৯ মিনিটে মোহামেডানের ডিফেন্সের ভুল কাজে লাগানোর সুযোগ পেলেও মিগুয়েলের শট আটকে দেন গোলকিপার মোহাম্মদ সুজন। 

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে সমর্থকদের লাল রঙের স্মোক ফ্লেয়ার মাঠে ছুঁড়ে মারার কারণে খেলা ১০ মিনিটের জন্য বন্ধ থাকে। এই বিরতিটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। খেলা আবার শুরু হলে মোহামেডানকে আর মাঠে খুঁজে পাওয়া যায়নি। ৭৩ মিনিটে তপু বর্মণের গোলে সমতা ফেরায় কিংস। ৮০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম দলকে এগিয়ে নেন। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান মিগুয়েলের দুর্দান্ত গোল মোহামেডানের সব আশা শেষ করে দেয়। 

ম্যাচে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা ছিলেন অসাধারণ। নিজে গোল করার পাশাপাশি ফাহিম ও তপুর গোলেও গুরুত্বপূর্ণ সহায়তা দেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সে নতুন মৌসুমের প্রথম ট্রফি তুলে নেয় কিংস।

মানবকণ্ঠ/আরআই