Image description

ঘরের মাঠে ওয়ানডেতে আয়ার‌ল্যান্ডে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই মুদ্রার উল্টোপিঠও দেখেলো নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে আয়ার‌ল্যান্ডে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার টি-টোয়েন্টিতে নিজেরাই হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো।

চায়ের দেশ সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার।

১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বিপদ বাড়ছিল সফরকারী আয়ারল্যান্ড। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ পর্যন্ত হাসি ধরে রেখেছে আইরিশ মেয়েরাই।

প্রসঙ্গত, ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাটিতে ধবলধোলাই হলো জ্যোতিরা।

এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তুলে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড।

মানবকণ্ঠ/আরআই