Image description

প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন ডি গুকেশ। চিনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ম্যাচে ৭.৫-৬.৫ স্কোরে জয় পান গুকেশ।

গুকেশ ও লিরেন দুই জনেরই ১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আসরের ১৪তম ম্যাচ ছিল। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সে জিতবে। আজ গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান নির্ধারিত ৭.৫ পয়েন্টে।

বিশ্বচ্যাম্পিয়ন এই দাবাড়ু ২০২১ সালে বাংলাদেশ বিমান এবং ২০২২ সালে বাংলাদেশ পুলিশের হয়ে বাংলাদেশে প্রিমিয়ার বিভাগ দাবা খেলেছেন।

মানবকণ্ঠ/এসআরএস