দেশের রাজনীতিতে বদল আসার পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। এই সময়ে ভারতের মাটিতে দেশের হয়ে সিরিজ খেললেও ঘরের মাঠে ফিরতে পারেননি। তার ইচ্ছা ছিল, মিরপুরে খেলে বিদায় নেবেন। তবে নিরাপত্তা শঙ্কায় সেটি আর হয়নি।
সাকিব দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হলেও তার আরো একটি পরিচয় ছিল। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন। তবে ক্যারিয়ারের শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার এমনটাই মনে করেন সুজন।
তিনি বলেন, 'সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা....সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি।'
'রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।'-যোগ করেন সুজন।
সাকিবের ১৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে তার ৮ মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত নয় এমনটাই বলেছেন সুজন। তার ভাষ্য, 'ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে...। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই।'
Comments