বিপিএল শুরুর কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগ জিতে এসেছে রংপুর রাইডার্স। বিপিএলেও সেই ফর্ম ধরে রাখল রংপুর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে রাজধানী ঢাকার দল ঢাকা ক্যাপিটালসকে স্রেফ উড়িয়ে দিয়েছে রংপুর।
আগে ব্যাটিং করে ১৯১ রানের বিশাল স্কোর গড়েছিল রংপুর। পরে বোলিং দাপট দেখিয়ে ঢাকাকে ১৫১ রানে থামিয়েছে রংপুর। ১৫১ রানে থেমেছে ঢাকা। ৪০ রানের বড় জয়ে একাদশ বিপিএল যাত্রা শুরু হলো রংপুরের।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের জবাব দিতে নেমে ঢাকার শুরুটা অবশ্য ইতিবাচকই হয়েছিল। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি তুলে ফেলে ৬৫ রান। অনেকদিন অফ ফর্মে থাকা লিটন আজ ব্যাটিংয়ে মন্দ করেননি। শুরুতে কিছুটা ধীরেসুস্থে খেললেও পরে তানজিদ তামিমও সাবলিল খেলেছেন। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। এই জুটি ভাঙার পর ঢাকার বাকি ব্যাটাররা দাঁড়াতেও পারলেন না।
দলীয় ৬৫ রানের মাথায় ২৭ বলে ৩ চার ১ ছয়ে ৩১ রান করে ফরেছেন তানজিদ তামিম। ২টি করে চার-ছয়ে ২১ বলে ৩০ রান করা লিটন দাস ফিরেছেন তার খানিক পর। তিনে নামা তরুণ হাবিবুর রহমান সোহান নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ফিরেছেন দ্বিতীয় বলে।
ঢাকার ব্যাটাররা তারপর আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে দশ নম্বরে ঢোকা তরুণ স্পিনার শেখ মাহেদি রীতিমতো কাঁপিয়েছেন ঢাকার ব্যাটারদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে ঢাকা। ১৮ রান করা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ঢাকার পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
শেখ মাহেদি ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ১৫ রানে ২ উইকেট নিয়েছেন খুশদিল শাহ।
শুরুতে বড্ড চাপেই পড়েছিল রংপুর। দলীয় ২০ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়েছেন রংপুরের ওপেনার স্টিভেন টেলর। কয়েক বল পর অ্যালেক্স হেলসকে ফিরিয়েছেন আলাউদ্দিন বাবু।
পরপর দুই উইকেট হারানো রংপুরের হয়ে এরপর দেখেশুনে এগিয়েছেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। সাইফ ৩৩ বলে ৩টি চার ২টি ছয়ে ৪০ রান করে ফিরেছেন দলীয় ১০৯ রানের মাথায়। ইফতিখার আহমেদ ৩৮ বল খেলে ৮টি চারে ৪৯ রান করে আউট হয়েছেন।
বাকি সময়টাতে ব্যাটিং ঝড় দেখিয়েছেন নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ। নুরুলের ঝড়টা অবশ্য বড় নয়। ১১ বলে ৬টি চার হাঁকিয়ে ফিরেছেন ২৫ রান করে। তবে খুশদিল অপরাজিত ছিলেন শেষ অবদি। মাত্র ২৩ বল খেলে ৩টি করে চার-ছয়ে করেছেন ৪৬ রান।
ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু ৩ উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। ২৭ রানে দুই উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
Comments