Image description

প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদের ঘটনায় কঠিন শাস্তি পেয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে উলভসের ২-১ গোলে হারা ম্যাচে কুনহা প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা ছিনিয়ে নেন। ওই অসদাচরণের জন্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

নতুন বছরের শুরুতে কুনহার নিষেধাজ্ঞা উলভসের জন্য একটি বড় ধাক্কা। সর্বশেষ লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের জয়ে গোল করেছিলেন তিনি এবং  টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিষেধাজ্ঞার কারণে কুনহা প্রিমিয়ার লিগের নটিংহ্যাম ফরেস্ট এবং এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে খেলার সুযোগ পাবেন না। এখন পর্যন্ত ১০ গোল করা কুনহা উলভসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

বর্তমানে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে উলভস। 

মানবকণ্ঠ/আরএইচটি