Image description

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে ঘটে গেলো বড় এক দুর্ঘটনা। শুক্রবার (৩ জানুয়ারি) পার্থ স্কর্চার্স এবং সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচে একটি ক্যাচ নেওয়ার চেষ্টায় ড্যানিয়েল স্যামস এবং ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। যার ফলে তাদের নেওয়া হয়েছে হাসপাতাল।

ঘটনাটি ঘটে স্কর্চার্সের ইনিংসের ১৬তম ওভারে, যখন কুপার কনোলি লকি ফার্গুসনের একটি ডেলিভারিতে লেগ সাইডে শট খেলেন। স্যামস ইনফিল্ড থেকে বলের দিকে দৌড় দেন এবং ব্যানক্রফট আউটফিল্ড থেকে দৌড়ান। উভয়েই একে অপরকে দেখতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর তারা দুজনেই কিছুক্ষণ মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এবং থান্ডারের খেলোয়াড়রা দ্রুত মেডিকেল সহায়তার জন্য ডাক দেন।

ভয়াবহ এই ঘটনায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। স্যামসকে মেডিকেবে করে মাঠ থেকে বের করা হয়, আর ব্যানক্রফট রক্তাক্ত নাক নিয়ে মাঠ ছাড়েন।

থান্ডারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সংজ্ঞাহীন ছিলেন না, কথা বলতে পারছিলেন, তবে তাদের কনকাশন এবং সম্ভাব্য ফ্র্যাকচারের লক্ষণ রয়েছে।