Image description

রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনিতে ভারতকে নেতৃত্ব দিতে নেমেছিলেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু ইনজুরিতে তার পুরো ম্যাচটাই খেলা হলো না। অন্যদিকে, জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে একাদশে ঢোকা স্কট বোল্যান্ডই হয়ে গেলেন ভারতের বিপক্ষে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়ের নায়ক। তার গতিতে দিশেহারা হয়ে সফরকারীরা সর্বসাকুল্যে ১৬১ রান সংগ্রহ করে। ৬ উইকেটের জয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ (রোববার) মাত্র ১৬ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের ৬ এবং পুরো ম্যাচে ১০ উইকেট শিকারে সফরকারীরা ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের ৪ রান লিড পাওয়ায় তাদের পুঁজি দাঁড়ায় ১৬১০-তে। তবে বুমরাহহীন দলের জন্য সেটি যে মামুলী সংগ্রহ তারই প্রমাণ মিলল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ৬ রানের বেশি গড়ে ব্যাট করে তারা গন্তব্যে পৌঁছেছে মাত্র ২৭ ওভারে।

দুই দলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারতই বিশেষ এই ট্রফির প্রতিটি সিরিজ জিতে আসছে। আজকের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে প্যাট কামিন্সের দল। এই সিরিজের চতুর্থ টেস্টে হেরে লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল ভারত, আজ তারা পুরোপুরি ছিটকে গেল। অন্যদিকে, আগেই ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকাও পেয়ে গেল শিরোপানির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ।