Image description

সপ্তম লঙ্কান বোলার হিসেবে ওডিআই ফরম্যাটে হ্যাটট্রিক করেও স্পিনার মাহেশ থিকশানা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারলেন না।  ব্যাটিং ব্যর্থতায় তার দল বড় ব্যবধানে হেরেছে। বৃষ্টির বাধায় ম্যাচটির দৈর্ঘ্য ৩৭ ওভারে নামিয়ে আনার পর ব্যাটিংয়ে ফিফটি করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র–মার্ক চাপম্যান। পরবর্তীতে কিউইরা দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে সিরিজ নিশ্চিত করেছে। 

বুধবার হ্যামিল্টনে দুই দল মুখোমুখি হয় দ্বিতীয় ওয়ানডেতে। ম্যাচ শুরুর আগেই বৃষ্টি বাধায় পড়ে খেলার দৈর্ঘ্য ১৩ ওভার কমিয়ে ৩৭ করা হয়। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়ায় ৩০.২ ওভারে লঙ্কানরা মাত্র ১৪২ রানে অলআউট হয়ে ১১৩ রানে হেরেছে।

এদিন ভেজা মাঠ ও পিচের কন্ডিশনকে কাজে লাগানোর লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিং নেয় সফরকারী শ্রীলঙ্কা। তবে ৪.৫ ওভারে ৩১ রান তুলেই ওপেনার উইল ইয়াংয়ের (১৬) উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে ১১২ রানের বড় জুটি গড়েন রাচিন ও চাপম্যান। ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানে বিদায় নেন চাপম্যান। ৬৩ বলে ৯ চার ও এক ছক্কায় ৭৯ রান করেছেন রাচিন। এ ছাড়া ড্যারিল মিচেল ৩৮, গ্লেন ফিলিপস ২২ ও মিচেল স্যান্টনার ২০ রান করলে ৩৭ ওভারে ২৫৫ রানের বড় পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড।

অন্যদিকে, মাহেশ থিকশানা হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে, যার শুরুটা ৩৫তম ওভারের শেষ দুই বলে স্যান্টনার ও নাথান স্মিথকে ফিরিয়ে। পরে ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে ফিরিয়ে থিকশানা হ্যাটট্রিক পূরণ করেন। থিকশানা সর্বোচ্চ ৪ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় দলীয় মাত্র ২২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। পরবর্তীতে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে সফরকারীরা কোনোমতে ১৪২ রান তুলে ব্যবধান কমায়। কামিন্দু-জানিথ লিয়ানাগে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৫৭ রান। নয়তো আরও বড় লজ্জায় পড়তে হতো লঙ্কানদের। লিয়ানাগে ২২ করে ফিরলে চামিন্দু বিক্রমসিংহের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কামিন্দু। এই জুটি ভাঙার পর ১৬ রানেই শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিউইদের পক্ষে সর্বোচ্চ ও’রুর্ক ৩ এবং জ্যাক ডাফি ২ উইকেট শিকার করেন। 

মানবকণ্ঠ/এসআর