Image description

অনেক অপেক্ষার পর মালয়েশিয়ার পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। শনিবার উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। একই দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ। যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে নকআউট পর্ব।

গ্রুপ এ

ভারতের স্কোয়াড : নিকি প্রসাদ (অধিনায়ক), সনিকা চালকে, জি ত্রিশা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, যোশিতা ভিজে, সোনম যাদব, পারুণিকা সিসোদিয়া, কেশরী ধৃতি, আয়ুষী শুক্লা, অনিন্দিতা কিশোর, এমডি শবনম ও বৈষ্ণবী এস।

মালয়েশিয়ার স্কোয়াড : নুর দানিয়া স্যুহাদা (অধিনায়ক), নুর ইজ্জাতুল সায়াফিকা, ইরদিনা বেহ, নুর আলিয়া, সুয়াবিকা মানিভান্নান, নুর ইসমা দানিয়া, সিতি নাজওয়াহ, নুরিমান হিদায়া, ফাতিন ফকিহাহ আদানি, মারস্যা কিস্তিনা, নাজাতুল হিদায়া হুসনা, নাসেরেল ইয়ান, নুর আলিয়া বাতরিসিয়া, নুর আইন ও নুনি ফারিনি।

শ্রীলঙ্কার স্কোয়াড : মানুদি নানায়াক্কারা (অধিনায়ক), রশ্মিকা সেওয়ান্দি, সুমুদু নিসানসালা, লিমান্সা থিলাকারত্নে, বিমোক্ষ বালাসুরিয়া, হিরুনি কুমারী, রশ্মি নেত্রাঞ্জলি, প্রমুদি মেথসারা, সানজানা কাবিন্দি, দানুলি থেনাকুন, দাহামি সানেথমা, শেহারা ইন্দুওয়ানি, আসেনি থালাগুনে, শাসিনি গিমহানি ও চামুদি প্রাবোদা।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড : সামারা রামনাথ (অধিনায়ক), আসাবি ক্যালেন্ডার, অ্যাবিগেল ব্রাইস, কেনিকা ক্যাসার, জাহজারা ক্ল্যাক্সটন, ডেনেলা ক্রিস, নাইজানি কাম্বারব্যাচ, ইরিন ডিন, অমিয় গিলবার্ট, ত্রিশা হার্দাত, ব্রায়ানা হ্যারিচরণ, অমৃতা রামতাহাল, সেলেনা রস ও ক্রিস্টেন সুথারল্যান্ড।

গ্রুপ বি

ইংল্যান্ডের স্কোয়াড : আবি নরগ্রোভ (অধিনায়ক), ফোবি ব্রেট, অলিভিয়া ব্রিনসডেন, টিলি কর্টিন-কোলম্যান, ট্রুডি জনসন, কেটি জোন্স, শার্লট ল্যাম্বার্ট, ইভ ও'নিল, ডেভিনা পেরিন, জেমিমা স্পেন্স, শার্লট স্টাবস, অমুরুথা সুরেনকুমার, প্রিশা থানাওয়ালা, ইরিন থমাস ও গ্রেস থম্পসন।

আয়ারল্যান্ডের স্কোয়াড : নিয়াম ম্যাকনাল্টি (অধিনায়ক), অ্যালি বাউচার, অ্যাবি হ্যারিসন, জেনিফার জ্যাকসন, রেবেকা লো, লারা ম্যাকব্রাইড, কিয়া ম্যাককার্টনি, এলি ম্যাকগি, জুলি ম্যাকনালি, জেনেভিভ মরিসে, লুসি নিলি, ফ্রেয়া সার্জেন্ট, মিলি স্পেন্স, অ্যানাবেল স্কুইরিস ও আলিস ওয়ালশ।

পাকিস্তানের স্কোয়াড : কোমল খান (অধিনায়ক), জুফিশান আইয়াজ, আলেসা মুখতিয়ার, আরেশা আনসারি, ফাতিমা খান, হানিয়া আহমার, মাহাম আনিস, মাহনূর জেব, মেমুনা খালিদ, মিনাহিল, কুরাতুলাইন, রাভেল ফারহান, শাহার বানো, তৈয়বা ইমদাদ ও ওয়াসিফা হুসেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোয়াড : আনিকা রেড্ডি কোলান (অধিনায়ক), অদিতিবা চুদাসামা, চেতনা রেড্ডি পাগ্যদিয়ালা, চেতনা জি প্রসাদ, দিশা ধিংরা, ইসানি মহেশ ভাঘেলা, লেখা হনুমন্ত শেঠি, মাহি মাধবন, নিখার পিংকু দোশি, পূজা গণেশ, পূজা শাহ, রিতু প্রিয়া সিং, সানভি ইমাদি , সাশা বল্লভানেনি ও সুহানি থাদানি।

গ্রুপ সি

নিউজিল্যান্ডের স্কোয়াড : তাশ ওয়াকেলিন (অধিনায়ক), এলিজাবেথ বুকানন, কেট চ্যান্ডলার, সোফি কোর্ট, হান্না ফ্রান্সিস, কেট আরউইন, ঋষিকা জাসওয়াল, লুইসা কোটক্যাম্প, আয়ান ল্যাম্বাট, এমা ম্যাকলিওড, হান্না ও'কনর, ডার্সি-রোজ প্রসাদ, আনিকা তাওহার, আনিকা টড ও ইভ ওল্যান্ড।

নাইজেরিয়ার স্কোয়াড : লাকি পিটি (অধিনায়ক), আদেশোলা আদেকুনলে, পিকুলিয়ার আগবয়া, অভিষিক্ত আখিগবে, আমুসা কেহিন্দে, ডেবোরা বাসে (উইকে), জেসিকা বিয়েনি, ক্রিস্টবেল চুকউওনি, ওমোসিঘো এগুয়াকুন, ভিক্টরি ইগবিনেডিওন, নাওমি মেমেহ, বিউটি ওগোই, লিলিয়ান উডে, ওসেন পিস ও উমোহ ইনইয়েনেহ।

সামোয়ার স্কোয়াড : অ্যাভেটিয়া ফেতু মাপু (অধিনায়ক), অলিভ লেফাগা লেমো, ভেরা ফারানে, অ্যাঞ্জেল সুতাগা সো, নোরাহ-জেড সালিমা, স্টেফানিয়া পাউগা, জেন তালি'ইলাগি মানসে, মাসিনা তাফিয়া, সিলেপিয়া পোলাতাইভাও, ক্যাটরিনা উয়েসে তা সামু, স্টেলা সাগালালা, বারবারা এলালা কেরেসোমা, অ্যাপোলোনিয়া কে পোলাটাইভাও, সেলিনা লিলো ও সালা ভিলিয়ামু।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : কায়লা রেইনেকে (অধিনায়ক), জেমা বোথা, ফে কাউলিং, জে-লে ফিল্যান্ডার, মোনা-লিসা লেগোডি, সিমোনে লরেন্স, কারাবো মেসো, সেশনি নাইডু, ন্থাবিসেং নিনি, লুয়ান্ডা এনজুজা, দিয়ারা রামলাকান, ডিড্রে ভ্যান রেনসবার্গ, মিকে ভ্যান ভুরস্ট, ভোকেনবার্গ, আশলে ভ্যান উইক ও চ্যানেল ভেন্টার।

গ্রুপ ডি

বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

অস্ট্রেলিয়ার স্কোয়াড : লুসি হ্যামিল্টন (অধিনায়ক), ক্লো আইন্সওয়ার্থ, লিলি ব্যাসিংথওয়েট, কাওমহে ব্রে, এলা ব্রিসকো, ম্যাগি ক্লার্ক, হাসরাত গিল, অ্যামি হান্টার, সারা কেনেডি, এলেনর লারোসা, গ্রেস লিয়ন্স, ইনেস ম্যাককিওন, জুলিয়েট মর্টন, কাটে পেলে ও টেগান উইলিয়ামসন।

নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।

স্কটল্যান্ডের স্কোয়াড : নিয়াম মুইর (অধিনায়ক), অ্যামেলি বাল্ডি, মলি বারবার-স্মিথ, গ্যাব্রিয়েলা ফন্টেনলা, লুসি ফরেস্টার স্মিথ, পিপ্পা কেলি, মাইসি ম্যাসিরা, কারস্টি ম্যাককল, শার্লট নেভার্ড, মলি পার্কার, নাইমা শেখ, রোজি স্পিডি, পিপ্পা স্প্রউল, রুথ ম্যাককোল, মলি পার্কার ও এমা ওয়ালসিংহাম।

মানবকণ্ঠ/আরআই