Image description

পাকিস্তানের মাটিতে হওয়া সবচেয়ে কম বলের (১০৬৪ বল) টেস্ট ম্যাচ হিসেবে রেকর্ড গড়া মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিন দিনের মধ্যেই হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে  ২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণির জাদুতে  মাত্র ৩৬.৩ ওভারে  ১২৩ রানেই থেমে যায় তারা।

স্পিনার সাজিদ খান  একাই শিকার করেন  ৫ উইকেট , প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক স্পিনার নোমান আলী এবং আবরার আহমেদও দুর্দান্ত পারফর্ম করেন। সাজিদ প্রথম ৪ উইকেট তুলে নেন, পরে আবরার আর নোমান আলী দায়িত্ব শেষ করেন।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা প্রভাব বিস্তার করে। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। ওয়ারিকানের ৩২ রানে ৭ উইকেটে পাকিস্তানের মাটিতে কোনো সফরকারী স্পিনারের সেরা বোলিং রেকর্ড। তবে তার এই সাফল্যও ওয়েস্ট ইন্ডিজকে হার এড়াতে সাহায্য করতে পারেনি।

মুলতান টেস্টের প্রথম তিন ইনিংস থেকেই স্পষ্ট হয়ে যায় যে, চতুর্থ ইনিংসে ২৫১ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হবে। তাদের আক্রমণাত্মক খেলার কৌশলও কোনো কাজে আসেনি। সাজিদ, নোমান এবং আবরারের প্রতিটি ডেলিভারি যেন ব্যাটারদের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি এই মুলতানেই।

মানবকণ্ঠ/এসআর