Image description

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। চলতি বিপিএলেও সফলতা পাচ্ছেন ডানহাতি এই পেসার। সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। তাই এই টাইগার পেসারের কাছে জানতে চাওয়া হয় কিছুটা হতাশ হয়েছে কিনা।

জবাবে তাসকিন বলেন, নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।

আইপিএলের খেলতে যেতে না পারায় বিষয়টি টেনে তিনি বলেন, এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।

তাসকিন আরও বলেন, আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি।

চলমান বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। ৯ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বিড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

মানবকণ্ঠ/আরআই