Image description

চলতি আসরের সবচেয়ে জনপ্রিয় দল বরিশাল শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল। পূর্বে বিপিএলের দুই শিরোপা জয়ী তামিম মনে করেন, মাঠে নির্ভার থাকতে হবে।

শুক্রবার সন্ধ্যা সাতটায় বিপিএলের ফাইনালে বরিশাল ও চট্টগ্রাম কিংস মুখোমুখি হবে। কাগজে কলমে বরিশাল শক্তিতে এগিয়ে। তবে ফাইনালে তামিম কাগজের শক্তির কথা ভাবতে চান না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই বার্তা দিয়েছেন বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় বলা তামিম ইকবাল।

তিনি বলেন, ‘আমার মনে হয় ফাইনালে যে দল যত নির্ভার থাকবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। কোয়ালিফায়ারে আমি চাপে ছিলাম। এর আগে দু’বার ফাইনাল খেলেছি। ফাইনালে আমি অত চাপে থাকি না। আশা করি, কালকেও ওমন যাবে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল। এখানে চাপ চলে আসলে আপনি ভুল করবেন। সেজন্য নির্ভার দলেরই জয়ের বেশি সুযোগ থাকবে।’

অভিজ্ঞ ক্রিকেটারে ভরা দল ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা খেলছেন। বিদেশি ডেভিড মালান, মোহাম্মদ নবী খেলছেন দলটিতে। দুই দলের শক্তি মাপলে বরিশালের ধারে কাছে নেই চট্টগ্রাম কিংস। তবে তামিম মনে করেন, নাম দিয়ে ফাইনাল ম্যাচ হয় না।

তিনি বলেন, ‘এটা ফাইনাল। নামের খেলা হবে না। দল হিসেবে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিতব। তারা পরিকল্পনা ভালো করলে তারা জিতবে। অনেকে হয়তো ভাবেনি তারা ফাইনালে উঠবে। তবে মাঠে তারা প্রমাণ করেছে যে তারা প্রাপ্য। আমরা ফাইনালটা অন্য ম্যাচের মতো করেই খেলার চেষ্টা করবো।’ 

মানবকণ্ঠ/আরআই