Image description

৩৭ রানেই নেই ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের শুরুটা হলো মন্দ। জোফরা আর্চারের দুর্দান্ত গতির সামনে বেসামাল হয়ে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতালরা। ২০০২ সালে ম্যাথিউ হ্যাগার্ডের গড়া রেকর্ড ভেঙেছেন। হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে পাওয়ারপ্লেতে ইংলিশদের নতুন সেরা স্পেল (২১/৩)।

ব্যস। ইংলিশদের অবস্থান বিবর্ণ হতে শুরু হলো সেখান থেকেই। ইব্রাহিম জাদরান খেললেন মহাকাব্যের মতো এক ইনিংস। শুরুটা ছিল একেবারেই ধীরগতির। ২৫ ওভার শেষে দলের রান ছিল ১০৩। 

জাদরান শো শুরু হলো এরপরেই। সঙ্গে আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবীরা যোগ দিলেন। জাদরানের বিশ্বরেকর্ড হলো হেসেখেলে। কদিন আগেই চ্যাম্পিয়নস ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৫ রানের রেকর্ড গড়েছিলেন বেন ডাকেট। আজ সেটা টপকে ১৭৭ পর্যন্ত গেলেন জাদরান। 

তবে ব্যক্তিগত রেকর্ডের বাইরে দলগত রেকর্ডও গড়েছে তারা। যেখানে পেছনে পড়েছে বাংলাদেশের কীর্তি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ৩ উইকেট পতনের পর সবচে বেশি ২৫৮ রান ছিল বাংলাদেশের। কার্ডিফে  ২০১৭ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে এসেছিল তা। 

আর আজ আফগানিস্তান তুলেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৩ উইকেট হারানোর পর স্কোরবোর্ডে যোগ করেছে আরও ২৮৮ রান। এই রেকর্ডে তিনে আছে নিউজিল্যান্ড। ২৪৭ রান। প্রতিপক্ষ পাকিস্তান। চলতি চ্যাম্পিয়নস ট্রফি। 

ইব্রাহিম জাদরানের ব্যাটে চড়ে আফগানিস্তান শেষ পর্যন্ত থেমেছে ৩২৫ রানে। গত বিশ্বকাপেই ইংল্যান্ডকে ৬৯ রানে হারানো আফগানিস্তান এবারেও কোনো বড় চমক দেবে কি না- তা জানা যাবে ম্যাচের একেবারে শেষাংশে।