Image description

আইসিসি ইভেন্টে যতবার অজিদের সঙ্গে মুখোমুখি দেখায় শেষটা খুব একটা ভালো হয়নি ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াইয়ে সেই দ্বৈরথ আবারো মুখোমুখি হতে যাচ্ছে দুবাইয়ের মাটিতে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল তিনটায় মাঠে গড়াবে বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা জয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে উঠা ভারত ওয়ানডেতে ১৫১ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে ৮৪ ম্যাচে জয় পেয়েছে অজিরা, ভারত পেয়েছে ৫৭ বার। সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দেখা হয় এই প্রতিদ্বন্দ্বী দ্বৈরথের। সেখানে ভারতকে কাঁদিয়ে শিরোপা নিজেরদের করে নেয় প্যাট কামিন্সরা। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাল্লাটাই ভারী। এই ফরম্যাটে অজিদের বিপক্ষে ২-১ জয়ে এগিয়ে আছে ম্যান ইন ব্লুরা।

তাই শেষ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি নিয়েই টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মারা। অন্যদিকে ১৬ বছর পর ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে অজিরা। সর্বশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল দলটি। অবশ্য এবার ভারতের বিপক্ষে ম্যাচে পরীক্ষা দিয়েই জয় আনতে হবে। কারণ দুবাইয়ের উইকেটে সব ম্যাচ খেলায় পিচের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে ভারত। তার ওপর অজিদের দলের অবস্থাও আগের মতো নেই।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন শীর্ষ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জশ হ্যাজলউড। তাতে অজিদের ধার কমেছে অনেকটাই। আর অবসরের কারণে নেই তিন অলরাউন্ডার মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিসও। তাতে দ্বিতীয় স্তরের দল নিয়ে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি বলেন,‘ বিশ্ব ক্রিকেট অন্যতম সেরা এক দল ভারত। গত ৮-১০ বছর ধরে আইসিসি ইভেন্টে সেরা চারে জায়গা করে নেয় তারা। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই অসাধারণ ক্রিকেট খেলেছে তারা। এমন দলের বিপক্ষে সাফল্য পেতে হলে সেরা ক্রিকেট খেলা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি আশাবাদী সতীর্থরা তাদের সেরাটা উজাড় করে দেবে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করবে।’

এদিকে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে হারের বদলা নিতে মরিয়া রোহিত শর্মা জানান, আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া সবসময় ভালো খেলে। খুব ভালো ম্যাচ হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের নিজেদের কাজ ঠিকভাবে করতে হবে। আশা করি এবার ফল আমাদের পক্ষে হবে।’

ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙা, কুপার কোনোলি ও অ্যাডাম জাম্পা।

মানবকণ্ঠ/আরআই