Image description

২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু করা মুশফিকুর রহিমের যাত্রাটা থেমে গেল বুধবার রাতে। ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ তিনি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। তিনি বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে। এমন সব রেকর্ড গড়ে বিদায় নিয়েছেন মুশফিক যেগুলোতে নেই আর কোনো বাংলাদেশির নাম।

সবচেয়ে বেশি ম্যাচ: ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার। তারপর ১৮ বছর ২০২ দিনের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে ২৭৪ টি ওয়ানডে খেলেছেন তিনি। তাতে টাইগার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলে বিদায় নিয়েছেন তিনি। সেখানে তার পরে আছেন দেশের অলরাউন্ডার তারকা সাকিব আল হাসান। ২০২৩ সালে এই ফরম্যাট থেকে অবসর নেওয়া সাকিব খেলেছেন ২৪৭ ম্যাচ। তিনে থাকা তামিম নেমেছেন ২৪৩ ম্যাচে। তারা দুইজনে অবসর নেওয়ায় দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটার থেকে যাচ্ছেন মুশফিক।

দ্বিতীয় সর্বোচ্চ রান: এছাড়াও এই ফরম্যাটে টাইগারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মুশফিক। ডানহাতি এই ব্যাটার ৩৬.৪২ গড় এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন। যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরি। সেখানে ৮৩৫৭ রান নিয়ে শীর্ষে আছেন তামিম ইকবাল।

দীর্ঘ ক্যারিয়ার: দেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ১৮ বছর ২২০ দিনের ক্যারিয়ারটি ছিল সবচেয়ে দীর্ঘ। বাংলাদেশি কোনো ব্যাটার এত দীর্ঘ সময় ধরে ওয়ানডে খেলতে পারেননি। ১৭ বছর ২১৪ দিনের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে বাংলাদেশি ব্যাটার হিসেবে দুইয়ে আছেন মাহমুদউল্লাহ। আর বিশ্বে মুশফিকের আগে মাত্র সাতজন ব্যাটার এ তালিকায় আছেন। সেখানে শীর্ষে থাকা ভারতীয় সাবেক তারকা ব্যাটার শচিন টেন্ডুলকারের আছে ২২ বছর ৯১ দিনের ওয়ানডে ক্যারিয়ার।

সবচেয়ে বেশি ডিসমিসাল: ওয়ানডেতে মুশফিক বিদায় নিয়েছেন নামের পাশে ২৯৭টি ডিসমিসাল নিয়ে। ওয়ানডে ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনির পরে পঞ্চম নামটা মুশফিকের। ২৪১টি ক্যাচ নেওয়া মুশফিক স্টাম্পিং করেছেন সর্বমোট ৫৬টি।

দ্রুততম সেঞ্চুরি: ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ৫৯ বলে সেঞ্চুরি করার কীর্তি শুধু মুশফিকের নামেই। আর কোনো টাইগার ব্যাটার এতদ্রুত সময়ে শতক পূর্ণ করতে পারেন নি।  আর ওয়ানডেতে সবমিলিয়ে ৯ টি সেঞ্চুরি নিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন তিনি। আর শীর্ষে থাকা তামিমের আছে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি।

অনবদ্য ১৪৪: ২০১৮ এশিয়া কাপে দুবাইয়ের মাঠে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হার না মানা ১৪৪ রানের এক ইনিংস খেলেন তিনি। যে ইনিংস ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজের বাইরে বাংলাদেশি কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

৯৯ রানে আউট: এই ফরম্যাটে বাংলাদেশের একমাত্র ব্যাটার মুশফিকুর রহিম যিনি ৯৯ রানে আউট হয়েছেন। ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবুধাবিতে ৯৯ রান করে আউট হন তিনি। মুশফিক সেই সেঞ্চুরি হাতছাড়া করার কষ্ট তাড়া করে বেড়াত তাকে। তবে সেই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

মানবকণ্ঠ/আরআই