
ইংলিশ ফুটবলে সুনাম কুড়ানো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী হবিগঞ্জের পৈত্রিক বাড়িতে এসে পৌঁছেছেন। প্রথমবারের মত সেই বাড়িতে পা রেখেছেন তার স্ত্রী ও তিন সন্তান। সেখানে পৌঁছে স্বজন ও ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে হামজা চৌধুরীর গাড়িবহর বাহুবল উপজেলার স্নানঘাটের বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী ও সন্তানদের ফুল দিয়ে দেশীয় সংস্কৃতিতে বরণ করে নেন পরিবারের সদস্যরা।
এর আগে হামজা পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই উৎসবের আবহ বিরাজ করছিল। হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোরশেদ চৌধুরী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হামজা চৌধুরীকে নিয়ে গাড়িবহর হবিগঞ্জের গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। হামজার আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই স্নানঘাটের বাড়ি ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের অভিষেক হওয়ার কথা রয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক। তাকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার।
Comments