
ঘরের মাঠ মুনমেন্টালে ব্রাজিলকে ৪-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে যা ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। ব্রাজিলের বিপক্ষে এই জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
সামাজিক মাধ্যমে করা পোস্টে আর্জেন্টিনার এই বড় জয়ে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এনজো লিখেন , ‘অসাধারণ সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ। এই জয় তোমাদেরও।’
ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন চেলসির আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ম্যাচের দ্বিতীয় গোলটির পাশাপাশি ম্যাক অ্যালেস্টারকে দিয়ে তৃতীয় গোলটিও করান তিনি। এছাড়া গোলের আরও দুটি সুযোগ তৈরি করেন। ম্যাচে শতভাগ সঠিক পাস দিয়েছেন তিনি।
এদিকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতে মিশনে মাঠে নামার আগেই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। তাতেই দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বের ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ব্রাজিল।
এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে উপলক্ষ্যটা স্মরণীয় করে রাখেন আর্জেন্টিনার ফুটবলাররা। কিক অফের চতুর্থ মিনিটের মাথায় জাল কাঁপান জুলিয়ান আলভারেজ। ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্কোর ২-০ করেন এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে ম্যাথিউস কুনহা একটি গোল শোধ দিলেও ৩৭ মিনিটে দুই গোলের অগ্রগামিতা পুনরুদ্ধার করেন ম্যাক অ্যালিস্টার। আর বিরতির পর ৭১ মিনিটে এনজোর অ্যাসিস্টে চতুর্থ গোলটি করেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে গুইলিয়ানো সিমিওনে।
Comments