Image description

অসুস্থ তামিম ইকবাল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শুক্রবার তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দুপুরের দিকে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিকেএসপিতে গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। পরে দ্রুতই তাকে নিকটস্থ সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে তার হার্টে রিং পরানো হয়। এর আগে সিপিআর এবং ডিসি শক দেওয়া হয়েছিল তামিমকে। হার্টে রিং পরানোর পর কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তামিম।

২৬ মার্চ সাভার থেকে ঢাকায় আনা হয় তামিমকে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা। সেখানে তামিম খুবই ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান তারা। সেই সাথে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার কথাও বলেছিল চিকিৎসকরা।

এবার ২৮ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম। তবে খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৩-৪ মাস পরে মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল বর্তমানে চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিপিএলের সর্বশেষ দুই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে জিতেছেন টুর্নামেন্টের শিরোপা। এবারের ডিপিএলে খেলছিলেন মোহামেডানের হয়ে। তবে হুট করে অসুস্থ হয়ে ডিপিএলের এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তামিমের, এইটুকু অন্তত নিশ্চিত।

মানবকণ্ঠ/আরআই