
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অসাধারণ এক মুহূর্তই নেমে এসেছিল গতকাল। ফুটবলের মহাতারকা লিওনেল মেসি হাজির হয়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের ম্যাচ দেখতে। মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারান জোকোভিচ। গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগ করেন মেসি। পরে দুই কিংবদন্তি একসঙ্গে ছবি তোলেন, যেখানে দেখা যায়, জোকোভিচ মেসির জন্য একটি জার্সিতে স্বাক্ষর করছেন।
বর্তমানে মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং মায়ামির অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন। বিভিন্ন ক্রীড়াবিদরা মায়ামিতে এলে মেসির খেলা দেখতে মাঠে যান। এবার মেসি ফিরিয়ে দিলেন সে সৌজন্য, হাজির হলেন হার্ড রক স্টেডিয়ামে জোকোভিচের খেলা দেখতে।
ম্যাচের পর জোকোভিচ ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি মেসির জন্য একটি জার্সিতে লিখেছেন ‘তোমার পরিবারের জন্য’। মেসিও জোকোভিচকে ইন্টার মায়ামির একটি হোম জার্সি উপহার দেন। পোস্টে জোকোভিচ ক্যাপশন দেন, ‘একজন মহান মানুষ ও তার পরিবারের সঙ্গে দেখা করা ছিল সম্মানের। ধন্যবাদ, লিও।’
Comments