Image description

ঈদুল ফিতরের আনন্দে মাতবে গোটা দেশ, আর দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরাও পাচ্ছেন ছুটি। তবে এই স্বস্তির সময় খুব বেশি দীর্ঘ নয়, বিশেষ করে ক্রিকেটারদের জন্য। ঈদের ছুটির পর শুরু হচ্ছে ব্যস্ত সূচি, যেখানে জাতীয় দলের পাশাপাশি নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজ।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে থাকা ক্রিকেটাররা ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরেছেন। তবে বিশ্রামের সময় খুবই কম। ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে নবম রাউন্ড, যা ১৩ এপ্রিলের মধ্যে একাদশ রাউন্ড পর্যন্ত গড়াবে। এরপরই শুরু হবে সুপার লিগ পর্ব, যেখানে শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হবে।

জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি আরও সংক্ষিপ্ত। ১৫ এপ্রিল জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। প্রথম টেস্ট ২০ এপ্রিল সিলেটে এবং দ্বিতীয়টি ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তাই ঈদের পরপরই ক্রিকেটারদের প্রস্তুতিতে ফিরতে হবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। তারা ঈদের আনন্দ খুব বেশি উপভোগ করতে পারছেন না, কারণ ৩ এপ্রিলই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে দল। ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। সেরা দুই দল ২০২৪ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় তাদের প্রস্তুতি ক্যাম্প চললেও আপাতত এক সপ্তাহের ছুটি পাচ্ছে তারা। এরপরই আবার অনুশীলনে ফিরতে হবে।

এশিয়ান কাপ বাছাইপর্ব শেষে বাংলাদেশি ফুটবলাররা নিজ নিজ বাড়িতে ঈদের ছুটি কাটাচ্ছেন। ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীও বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে সামনে অপেক্ষা করছে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি।

একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে ব্যস্ত সূচির প্রস্তুতি—বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য এবারের ঈদ কিছুটা স্বস্তির হলেও পুরোপুরি ছুটির মেজাজে থাকার সুযোগ নেই। ঈদ উদযাপনের পরই নামতে হবে প্রতিযোগিতার মঞ্চে, যেখানে দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্য থাকবে সবার।মানবকণ্ঠ/আরআই