
মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সৌদি ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবিতে দেখা গেছে, তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়।
ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!’
Comments