Image description

সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবের সময় জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা নিজেদের মতো করে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।

লাল-সবুজের জার্সিতে সদ্য অভিষিক্ত ব্রিটিশ-বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং সেখানেই ঈদ উদযাপন করছেন। অন্যদিকেজাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজের মতো করে ঈদ পালন করছেন। উভয় ফুটবলারই দেশের ফুটবলপ্রেমী এবং সাধারণ মানুষের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে, ইনশা-আল্লাহ।’

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যা গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচে জামাল ভূঁইয়া একাদশে না থাকলেও, অভিষেক ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অংশ নিতে হামজার পুনরায় দেশে ফিরবেন।

এই ঈদে ফুটবলাররা পরিবারের সঙ্গে সময় কাটালেও, তাদের দৃষ্টি আগামী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে রয়েছে। দেশের হয়ে মাঠে নামতে তারা সবাই মুখিয়ে আছেন।

মানবকণ্ঠ/আরআই