Image description

হ্যামিল্টনে পাকিস্তানের ওয়ানডে সিরিজ হারানোর ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সুফিয়ান মুকিম। ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের চায়নাম্যান স্পিনার। ২০১৯ সালে আইসিসির কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তেমনই সুযোগ আসে পাকিস্তানের সুফিয়ান মুকিমের সামনে। তা কাজে লাগিয়ে ইতিহাসের পাতায় নাম লেখে ফেলেছেন তিনি।

বুধবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৫ তম ওভারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান হারিস রউফ। তার কনকাশন বদলি হিসেবে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৫১ রান করেন নাসিম শাহ। 

আর ১২ নম্বরে নেমে ১০ বলে ১ চার ও ছক্কায় ১৩ রান করেন মুকিম। তিন ফর‍ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই পজিশনে তার চেয়ে বেশি রান নেই আর কারও। আন্তর্জাতিক ক্রিকেটে এই পজিশনে এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জহির খানের। মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে এক বাউন্ডারিতে ৪ রান করেছিলেন আফগানিস্তানের এই ক্রিকেটার। 

এখন পর্যন্ত ১২ নম্বরে ব্যাট করার দৃশ্যের দেখা মিলেছে ১০ বার। শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলের মাধ্যমে। সে বছরই চালু হয় কনকাশন সাব নিয়ম। গ্যাব্রিয়েলের পর টেস্টে জেইডেন সিলস, লুঙ্গি এনগিদি, বাংলাদেশের এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী একবার করে ব্যাটিং করছেন ১২ নম্বরে। কিন্তু তারাও রানের খাতা খুলতে পারেননি। 

ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে ১২ নম্বরে ব্যাট করেন আয়ারল্যান্ডের জশ লিটল। কিন্তু আউট হন শূন্য রানে। টি-টোয়েন্টিতে এই অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের ফজলহক ফারুকি (১ *) ও উগান্ডার হেনরি সেনিয়োন্দোর (০)। নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এর আগে বল হাতে ৩৩ রানে দুই উইকেট শিকার করেন মুকিম। বাঁহাতি লেগ স্পিনার হিসেবেই বেশি পরিচিত তিনি।

মানবকণ্ঠ/আরআই