
লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি থেকে ছিটকে গেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ ছাড়াও ইমপ্যাক্ট তালিকাতেও তিনি নেই। টসের সময় রোহিতের না খেলার বিষয়টি নিশ্চিত করেন মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন রোহিত, সে কারণে খেলবেন না।
আইপিএলের ১৬ তম ম্যাচে আজ (শুক্রবার) টস জিতে লখনৌকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
চলতি মৌসুমে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামল মুম্বাই। প্রথম তিন ম্যাচেই ব্যর্থ ওপেনার রোহিত শর্মা। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব একটা রান ছিল না তার ব্যাটে। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে করেছেন ১৮০ রান। তবে দলকে চ্যাম্পিয়ন বানানোর কারণে রোহিতের ব্যক্তিগত রানখরার প্রসঙ্গটা আড়ালে চলে যায়। এমনকি দূরে চলে যায় তার ফর্ম নিয়ে কথাবার্তাও।
আজকের ম্যাচে তার খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে রোহিত শর্মা চোট পেয়েছিলেন। তার চোটের কী পরিস্থিতি, তা নিয়েও কিছুটা ধোঁয়াশা আছে। হার্দিক চোটের কথা বললেও গুঞ্জন চলছে, তাহলে কি রোহিতকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নও উঠছে।
এদিকে, প্রবল চাপে আছেন লখনৌ অধিনায়ক ঋষভ পান্তও। ব্যাটে রান নেই। তিন ম্যাচে একটি জয় পেয়েছেন। ক্যাপ্টেন এবং ব্য়াটার, দুই ভূমিকাতেই অস্বস্তি। তবে লখনৌ শিবিরে সামান্য হলেও স্বস্তি। বোলিং আক্রমণের শক্তি বেড়েছে। প্রত্যাশিত ভাবেই টিমে ঢুকেছেন পেসার আকাশ দীপ। এই ম্যাচে লখনৌ জার্সিতে অভিষেক হয়েছে তার।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠি, আকাশ দীপ, আবেশ খান।
ইমপ্যাক্ট সাব-রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, মনিরমন সিদ্ধার্থ, আকাশ সিং
মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ: উইল জ্যাকস, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, রাজ অঙ্গদ বাওয়া, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, বিগ্নেশ পুথুর।
ইমপ্যাক্ট সাব-তিলক ভার্মা, করবিন বশ, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু, করণ শর্মা।
Comments