
হৃদরোগে আক্রান্ত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম ছাড়পত্র পান। তবে তখন থেকেই শোনা যাচ্ছিল, পরবর্তী ধাপে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।
এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) তামিমের অনুপস্থিতিতে নেতৃত্বশূন্যতায় পড়া মোহামেডানের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
ঈদের ছুটি কাটিয়ে রোববার থেকে শুরু নবম রাউন্ডে দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ।
মিরপুরে আজ দলটির প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। এবার বেশ শক্তিশালী দল গড়া মোহামেডান অবশ্য এই মুহূর্তে টেবিলের তিনে আছে। বড় চ্যালেঞ্জ তাই তাওহিদের সামনে। তবে চাপ নয়, অধিনায়কের দায়িত্ব উপভোগ করতে চান এই তরুণ ক্রিকেটার, ‘চ্যালেঞ্জ তো সব জায়গায়ই আছে।
আমি চেষ্টা করব দায়িত্বটা উপভোগ করতে। দলের জন্য কতটা অবদান রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু যেটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটার মধ্যেই সব কিছু করতে হবে।’
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরের সূচিতে দুটি টেস্ট আছে। সাদা বলের ফরম্যাটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। তবে এই সংস্করণে খেলার স্বপ্নের কথা জানিয়ে তাওহিদ বলেছেন, ‘সব ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে চায়। লাল বলের ক্রিকেট খেলা, এটা আমার স্বপ্ন। সুযোগ এলে আমি অবশ্যই খেলব।
সবার মতো আমিও এই সংস্করণে খেলতে চাই। আমি যদি ঘরোয়া ক্রিকেটে লাল বলের ক্রিকেটে ভালো করতে পারি, তাহলে নিশ্চয়ই জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পাব।’
Comments