
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। এদিন টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল থাইল্যান্ড। যেখানে দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষকে ২৭২ রানের বড় লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জ্যোতি ১০১ রান এবং শারমিন অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছেন।
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ বলে মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার ইশমা তানজিম। তবে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার ফারজানা হক।
দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ৭৫ বলে ফিফটি তুলে নেন ফারজানা। তবে এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন এই টাইগ্রেস ব্যাটার।
চতর্থ উইকেটে শারমিনকে সঙ্গ দেন নিগার সুলতানা জ্যোতি। ৭৫ বলে ফিফটি তুলে দেন শারমিন। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৫ বলে নিজের অর্ধশতক পূরণ করেন টাইগ্রেস অধিনায়ক। শারমিন কিছুটা দেখে শুনে খেললেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন জ্যোতি। এতে বড় সংগ্রহের পথে এগোতে থাকে বাংলাদেশ।
সেই সঙ্গে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যায় দুজনেই। বাউন্ডারি মেরে ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। কিন্তু ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় শারমিনকে। এতে শারমিনের ১২৬ বলের ৯৪ রান এবং জ্যোতির ৮০ বলের অপরাজিত ১০১ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
Comments