Image description

এবারের আইপিএলে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারছে না রাজস্থান রয়্যালস। এ ছাড়া তাদের একধিক ক্রিকেটার চোটে পড়েছেন। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাদের বিরুদ্ধেই উঠেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ।

তবে ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের বিরুদ্ধে রাজস্থান ক্রিকেট সংস্থার (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা।

এসবের মাঝে এবার জবাব দিয়েছে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটির সিনিয়র কর্মকর্তা দীপ রায়। তিনি এনডিটিভিকে বলেছেন, বিহানির বক্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন ও প্রমাণ অযোগ্য’। এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের কাছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক অভিযোগ করেছে বলে জানানো হয়েছে।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাডহক কমিটির আহ্বায়কের করা অভিযোগগুলো আমরা প্রত্যাখ্যান করছি। জনসমক্ষে এমন বক্তব্য শুধু বিভ্রান্তই করে না। এমনকি রাজস্থান রয়্যালসের গ্রহণযোগ্যতা ও খ্যাতিরও ক্ষতিসাধন করে।'

'এতে করে রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান ক্রীড়া সংস্থা ও বিসিসিআইয়েরও খ্যাতি নিয়ে প্রশ্ন ওঠে। ক্রিকেটের গ্রহণযোগ্যতাও ধূলিসাৎ করে দেয় এসব অভিযোগ।’