Image description

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সিরিজ দিয়েই মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা দলগতভাবে এই ঐতিহাসিক অর্জন উদযাপন করতে চান। সোমবার সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত এই কথা জানান।

শান্ত বলেন, "খুবই এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, উপভোগ করতে চাই সবাই মিলে একসঙ্গে। বিশেষ করে একশতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন, তাহলে ঐ পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব।"

তিনি আরও বলেন, "পাঁচটা দিন খুব ভালোভাবে উপভোগ করতে চাই। খুবই আশাবাদী ইনশাআল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন। কালকে ইনশাআল্লাহ ৯৯তম হবে। উনি ড্রেসিংরুমে থাকা সবসময় আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ টেস্ট ক্রিকেটে অবশ্যই আমরা সবসময় অভিজ্ঞতাকে প্রাধান্য দিই।"

শান্ত মুশফিকের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, "উনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক সাহায্য করে। উনার অভিজ্ঞতা, ক্রাঞ্চ মোমেন্টে কীভাবে ওই চাপ সামলে নেন, এই বিষয়গুলো সবসময় আলোচনা হয়।"

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের ক্যারিয়ারের ১০০তম টেস্ট।

উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা মুশফিকের ক্যারিয়ারের ৯৯তম টেস্ট। এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলে ২৭ ফিফটি, ১২ সেঞ্চুরিতে ৬ হাজার ৩২৮ রান করেছেন মুশফিক। দেশের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক ৩৮ বছর বয়সী সাবেক এই অধিনায়ক।