সারাদেশে বন্যার্তদের চিকিৎসা সেবা, ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে, দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ। শনিবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী এলাকায়, বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায়, ২য় দফায় ত্রাণ সহায়তা এবং চিকিৎসা সেবা নিশ্চিতে, কুমিল্লা চৌদ্দগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে, আশিয়ান গ্রুপের অংগ প্রতিষ্ঠান আশিয়ান মেডিক্যাল কলেজ।