Image description

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বিচারক রায়ের এই তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়।