Image description

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুক্রবার (০৯ জানুয়ারি) এই আদেশ দেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে নির্বাচন কমিশন মনে করছে।

এদিকে বৃহস্পতিবার কুমিল্লা-২ আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটি রায় এসেছে। ফলে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার নিষ্পত্তির ওপর সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী কার্যক্রম অনেকটাই নির্ভর করছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানিয়েছে।