Image description

তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ক্ষেপণাস্ত্রটি মোসাদের সদর দপ্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে অবস্থিত মোসাদ এবং ইউনিট ৮২০০ এর সদর দপ্তর লক্ষ্য করে ‘ফাদি-৪’ রকেট হামলা চালিয়েছে।

মোসাদ হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক অঙ্গ। গত মাসে লেবাননে পেজার এবং ওয়াকি টকির বিস্ফোরণের পিছনে মোসাদের হাত রয়েছে বলে জানা গেছে।

ইউনিট ৮২০০ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থা এবং একে প্রায়শই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এর সঙ্গে তুলনা দেওয়া হয়।

এর আগে গত মাসে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। তবে ওই হামলায় মোসাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।