Image description

ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ি করেছের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত হওয়ার পর জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনার এমন কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করা উচিত নয়, যার ক্ষমতা আপনার চেয়ে ২০ গুণ বেশি। তারপর আশা করবেন অন্য কেউ আপনাকে কিছু মিসাইল দেবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত রোববার ইউক্রেনের সুমি শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এ হামলাকে চলতি বছরে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলা হচ্ছে।

এর পরপরই ট্রাম্প এই যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দায়ী করেন। এ ছাড়া তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা ছিল ভুল সিদ্ধান্ত।’

এরপর গতকাল সোমবার তিনি বলেন, ‘তিনজন মানুষের কারণে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। প্রথমত: পুতিন, দ্বিতীয়ত: বাইডেন এবং তৃতীয়ত: জেলেনস্কি।’

জেলেনস্কির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের নেতা সবসময় মিসাইল কেনার চেষ্টা করছেন। কিন্তু আপনি যখন যুদ্ধ করবেন তখন আপনাকে নিশ্চিত হতে হবে আপনি তা জিততে পারবেন কি না।’