
অবৈধ অভিবাসন মোকাবেলার অংশ হিসেবে যুক্তরাজ্যে চাকরি করার জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই স্কিম কার্যকর হলে সেখানে অবৈধভাবে চাকরি করা কঠিন হবে।
শনিবার ২৭ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে কিয়ার স্টারমারের সিনিয়র মন্ত্রী ড্যারেন জোন্স বলেছেন, এটি আধুনিক রাষ্ট্রের ভিত্তি হতে পারে। তবে, বিরোধী দলগুলোর যুক্তি হলো, এই প্রস্তাবগুলো ছোট নৌকায় করে চ্যানেল পার হওয়া, অভিবাসী বন্ধ করবে না।
লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল প্রোগ্রেসিভ অ্যাকশন কনফারেন্সে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এই সমাবেশে কিয়ার স্টারমার তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে অবৈধভাবে চাকরি করা খুব সহজ ছিল। কিন্তু এখন নিজেদেরকে ভাবার সুযোগ এসেছে। জনগণের উদ্বেগ দূর করতে কোথায় বাধা তা স্বীকার করার সময় এসেছে।
তিনি আরও বলেন, বিদেশি কর্মীদের শোষণ করে এবং ন্যায্য মজুরি হ্রাস করে এমন শ্রমিকের উপর নির্ভর করা করুণাময় বামপন্থী রাজনীতি নয়। সরল সত্য হল- প্রতিটি জাতির তার সীমান্তের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত।
স্যার কিয়ার স্টারমার সরকার অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় চাপের মধ্যে রয়েছে, লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে ৫০ হাজারেরও বেশি অভিবাসী ছোট নৌকায় করে দেশে ঢুকেছে।
নতুন ডিজিটাল আইডির পরিকল্পনা ঘোষণা করে স্যার কিয়ার বলেন, এই প্রকল্পটি দেশে অবৈধভাবে কাজ করা আরও কঠিন করে তুলবে, আমাদের সীমান্ত আরও সুরক্ষিত করবে।
Comments