আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে জাপানের উত্তরপূর্ব উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এমন বড় মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। সুনামির সময়ে পানি প্রায় ৩ মিটার বা ১০ ফুট উচ্চতায় উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
ভূমিকম্পটি হয়েছে জাপানের হোক্কাইদো অঞ্চলে, হাচিনোহে থেকে ৮১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং আওমোরি থেকে ১২২ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার নিচে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলে বড় ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে অঞ্চলে।




Comments