Image description

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েক ডজন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে ফ্রান্স-ভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
 
এএফপি জানায়, সামরিক জান্তা নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলে জান্তা বাহিনী।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৮ জন।

এএফপি আরো জানায়, রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 
এদিকে রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বাহিনীটি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক অভ্যুত্থানের অনেক আগে থেকেই সক্রিয়।
 
বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯:০০ টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ‘ঘটনাস্থলেই নিহত’ হয়েছেন।