Image description

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এখন স্পষ্টভাবে সরকারবিরোধী সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। চলমান এই আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এ সমর্থনের কথা জানান তিনি।

পোস্টে রুবিও লিখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে।’ দেশজুড়ে সরকারবিরোধী প্রতিবাদ দমাতে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করার পর তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের প্রতি নতুন সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘তোমরা গুলি চালানো শুরু করো না, কারণ তোমরা গুলি চালালে আমরাও গুলি চালাব।’