Image description

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছেন আইনপ্রণেতারা। অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সোমবার রাতভর চলা এক অধিবেশনে বিলটি নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩০টি, আর বিপক্ষে ভোট পড়ে ২১টি।

এখন বিলটিকে ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে পাস হওয়ার পর এটি আইনে পরিণত হবে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে একে শিশু-কিশোরদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্রস্তাবিত এই আইনের আওতায় হাইস্কুলে মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ রাখার কথাও বলা হয়েছে।

গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রেলিয়া। এ ধরনের পদক্ষেপ নেওয়া দ্বিতীয় দেশ হতে যাচ্ছে ফ্রান্স।