
৩৫ বছর পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটগ্রহণ শেষে ফল প্রকাশে শুক্রবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা।
আবাসন, গ্রন্থাগার সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে ক্যাম্পাসে রয়েছে নিরাপত্তার ঘাটতি। এসব সমস্যা সমাধানে বিজয়ী প্রার্থীরা কাজ করবেন-এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা।
নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ চলবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক এফ. নজরুল ইসলাম।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা।।
Comments