
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন লিটন দাস। পাকিস্তানের এই লিগে খেলতে উচ্ছ্বসিত ছিলেন তিনি। শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে করাচি কিংসের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু দলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল লিটনের আসর।
অনুশীলনে ইনজুরিতে পড়েছেন লিটন। যে কারণে পিএসএল ছেড়ে দেশে ফিরছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক বার্তায় বিষয়টি লিটন নিশ্চিত করেছেন।
লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। তবে সর্বশক্তিমান নিশ্চয় অন্য পরিকল্পনা করে রেখেছিলেন। করাচিতে অনুশীলনে আমি আঙুলের চোটে পড়ি, স্ক্যানে চিড় ধরা পড়েছে এবং সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে জানা গেছে।’
এবারের পিএসএলে দল পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে লিটন ও রিশাদকে শুরু থেকে খেলার জন্য অনুমতি দিয়েছিল বিসিবি। গতকাল রিশাদের দল লাহোরের ম্যাচ ছিল। তবে একাদশে জায়গা পাননি এই লেগ স্পিন অলরাউন্ডার। নাহিদ রানাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে পিএসএলের জন্য ছাড়বে বিসিবি।
লিটনকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিন বিদেশি তারকাকে হারাল পিএসএল। লিটনের আগে করবিন বোচ পিএসএল নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি আইপিএলে ডাক পাওয়ায় পিএসএলে খেলবেন না। যে কারণে পিএসএল কর্তৃপক্ষ তাকে ফ্র্যাঞ্চাইজি এই লিগে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যালেক্স কেরি পিএসএল ছাড়তে পারেন বলে খবর। এছাড়া কেইন উইলিয়ামসন ইনজুরির কারণে পিএসএলের প্রথমার্ধে খেলতে পারবেন না।
Comments