Image description

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তার এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভারতের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে একটি অনুষ্ঠানে গঠনমূলক মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। তাঁর সেই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেছিলেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।’ যদিও সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন, তবে তার আগেই এটি ভাইরাল হয়ে যায়।

তামিম ইকবালের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েছে ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব)। এক বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, "দেশের হয়ে ১৬ বছর খেলা একজন সফলতম ওপেনারকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। এটি পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।"

কোয়াবের পক্ষ থেকে বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তাঁকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজমুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বার্তার পর বোর্ড এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মতে, বোর্ড পরিচালকদের এমন আচরণ বিসিবির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এখন দেখার বিষয়, বিসিবি সভাপতি এই পরিচালকের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

মানবকণ্ঠ/আরআই