বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
এর আগে এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবি তোলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, “আমরা মাঠে যাবো একটাই শর্তে—বিসিবি যদি অফিসিয়ালি ঘোষণা দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বোর্ডে থাকবেন না। অন্যথায় খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না।”
বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত **বেগম খালেদা জিয়া**–র স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খেলোয়াড়রা ভালো না করলে তাদের পেছনে ব্যয় করা অর্থ ফেরত চাওয়া যায় কি না এমন প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন।
এই মন্তব্যের পর ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত বিসিবি তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মানবকণ্ঠ/আরআই




Comments