Image description

ক্রিকেটাররা কিছুটা অবস্থান শিথিল করেছেন। তারা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং বিসিবি তাঁর বিষয়ে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত বহাল রাখলে আগামীকাল থেকে মাঠে খেলতে নামার শর্ত দিয়েছেন। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের এই প্রস্তাবে সম্মত হননি।

ক্রিকেটারদের সূত্র জানিয়েছে, সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং সিনিয়র কয়েকজন ক্রিকেটারের ফোনে কথা হয়। ফোন কথোপকথনে ক্রিকেটাররা জানান, যেহেতু অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে আছে এবং তারা নিজেরাও বিপিএল খেলতে চান, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কাল থেকে মাঠে নামতে প্রস্তুত। তবে শর্ত হলো, নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন; এজন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকতে হবে।

বিসিবি সভাপতি বলেন, নাজমুল ইতিমধ্যে ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি সম্ভব নয়। ক্রিকেটারদের দাবি, “নাজমুল সম্মানিত, কিন্তু আমাদের কি সম্মান নেই?”

দুই পক্ষের আলোচনাও অসমাপ্তভাবে শেষ হয়েছে। নাজমুলকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে বৃস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। আগামীকালও সূচি অনুযায়ী দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই